গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বুধবার দুপুর ১টার দিকে মহাসড়কের ভুরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
বরিশালের ম্যাপ
বরিশালের ম্যাপ |ফাইল ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় মো: মিলন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মহাসড়কের ভুরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন পার্শ্ববর্তী ডাসার উপজেলার বনগ্রাম এলাকার মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা বাস পেছন দিক থেকে ভ্যানচালক মিলনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।