বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্মাণের ২০ বছর আলিয়ারহাট হাসপাতালটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) হাসপাতালটি চালু করার লক্ষে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও ডা: মো: সারোয়ার বারী পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
স্থানীয়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যা বিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালটি চালুর পর জনগণ যেন সঠিক সেবা পান সে ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা: মো: সারোয়ার বারী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে স্বাস্থ্য বিভাগের দু’সচিব হাসপাতাল পরিদর্শনে আসায় স্থানীয়দের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা: ফিরোজ জানান, হাসপাতালটি চালু করতে ইতোপূর্বে আমরা বিভিন্ন দফতরে আবেদন করেছি। গ্রামবাসীরা মানববন্ধন করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। স্বাস্থ্য সচিবরা হাসপাতালটি পরিদর্শন করায় আমরা আশার আলো দেখতে পাচ্ছি।
এর আগে ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। এতে ব্যয় হয় চার কোটি ৩২ লাখ টাকা। আধুনিক অপারেশন থিয়েটারসহ চিকিৎসা সেবার অনেক যন্ত্রপাতিও স্থাপন করা হয় হাসপাতালটিতে।
স্থানীয়দের দাবি, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আজ অবধি চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। এ ব্যপারে দৈনিক নয়া দিগন্তসহ বেশ কিছু গণমাধ্যমে একাধিকবার সংবাদও প্রচার করা হয়েছিল।