দিনাজপুরে স্ত্রীর নির্দেশে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার ৩

হত্যাকাণ্ডের সাথে নিহতের স্ত্রী সরাসরি জড়িত থাকার তথ্য উদঘাটিত হয়েছে। পারিবারিক কলহ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে প্রায় ১০ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনির মাধ্যমে স্বামীকে হত্যা করিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Birganj
হত্যাকাণ্ডে জড়িত আসামিরা
হত্যাকাণ্ডে জড়িত আসামিরা |নয়া দিগন্ত

দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত মো: দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে নিহতের স্ত্রী সরাসরি জড়িত থাকার তথ্য উদঘাটিত হয়েছে। পারিবারিক কলহ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে প্রায় ১০ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনির মাধ্যমে স্বামীকে হত্যা করিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া তিনজন হলেন— দানিউল ইসলামের স্ত্রী সুলতানা রাজিয়া এবং তার ভাড়াটে দুই খুনি মোতালেব হোসেনের ছেলে আবু বকর ও রজব আলীর ছেলে মো: শাহ আলম।

রোববার (১৮ জানুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো: আনোয়ার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও ঘটনার পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে মামলার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এতে নিহতের স্ত্রী প্রধান পরিকল্পনাকারী হিসেবে জড়িত ছিলেন।

পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। একইসাথে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।