মানিকগঞ্জে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বালুমহাল এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
উপজেলা প্রশাসনের অভিযান।
উপজেলা প্রশাসনের অভিযান। |নয়া দিগন্ত

মানিকগঞ্জে দৌলতপুরের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

অভিযানে দৌলতপুর থানা পুলিশ, নৌ–পুলিশ এবং বাঘুটিয়া ভূমি অফিসের একটি দল সহায়তা করে।

এ সময় রাহাতপুর বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান প্রিন্স করপোরেশনের ‘মনের আশা’ নামের একটি ড্রেজারকে বালুমহাল এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের দাবি, অভিযান শুরু হওয়ার আগেই আরো তিনটি ড্রেজার ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, ‘বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেছে। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।’