নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টার শোক

গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নয়া দিগন্তের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিশনের সদস্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল অ্যাডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডা. এম মোজাহেরুল হক।

আজ রোববার সকালে এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দীন আমার বন্ধুবর ছিলেন। গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযথা কলম সৈনিককে হারালাম। এতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।’

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ'লা মাকাম দানে মহান আল্লাহ তা'য়ালার দরবারে দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।

এছাড়া মরহুমের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলা ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরল ইসলাম, ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন ২৩ আগস্ট শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেন। বাদ মাগরিব রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।