উদ্বোধনের আগেই বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে তিস্তার ভাসানী সেতু

বিষয়টি সেতু কর্তৃপক্ষ গোপন রাখলেও শেষ পর্যন্ত তা ফাঁস হয়ে যায়। তারপর একটি ভিডিও বার্তায় তার চুরি হওয়ার কথা স্বীকার করে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gaibandha
মওলানা ভাসানী তিস্তা সেতু
মওলানা ভাসানী তিস্তা সেতু |সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের আগের দিন সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়ে গেছে। ফলে উদ্বোধনের দিন থেকেই অন্ধকার হয়ে পড়েছে সেতুটি।

বিষয়টি সেতু কর্তৃপক্ষ গোপন রাখলেও শেষ পর্যন্ত তা ফাঁস হয়ে যায়। তারপর একটি ভিডিও বার্তায় তার চুরি হওয়ার কথা স্বীকার করে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।

বুধবার (২০ আগস্ট) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে মওলানা ভাসানী তিস্তা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে তখন প্রাথমিকভাবে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতার কাজ শেষ করা হয়। তবে সন্ধ্যায় লাখো দর্শনার্থী নারী-পুরুষ তিস্তা সেতু দেখতে এসে পড়েন অন্ধকারে। বিষয়টি তারা গোপন রাখেন।

সেতুর শোভাবর্ধনে ব্যবহৃত বিদ্যুতের খুঁটিতে সংযোগ না থাকায় গোটা সেতু এলাকা ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। দর্শনার্থীরা সেতুতে উঠে নিরাপত্তার অভাববোধ করতে থাকেন। তখন বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। ফলে তিস্তা সেতুর শোভাবর্ধনে বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ও যানজটে পড়ে অনেককে অন্ধকারে হেনস্তার শিকার হতে হয়। তবে এত নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরির বিষয়টি কারো নজরে এলো না কেন সে বিষয়ে সেতু কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।

এলাকাবাসী মনে করছেন, বিষয়টি তিন দিন অতিবাহিত হলো অথচ এলজিইডি কর্তৃপক্ষ থানা পুলিশকে চুরির বিষয়টি না জানিয়ে গোপন রাখেন। অন্যদিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ মানুষের মুখে শুনে সেতু এলাকায় অবস্থান নিয়ে নিজ উদ্যোগে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন।

সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম জানান, কবে তার চুরি হয়েছে তিনিও জানেন না। তবে বাতি না জ্বলে ওঠার পর তারা বুঝতে পারেন কোথাও কিছু ঘটেছে। তবে তিনি বলেন, বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে সেতুর সংযোগ ঠিক হয়ে যাবে।

এ ব্যাপারে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জল চক্রবর্তী জানান, ‘সেতুর উপড়ে ও আশপাশে শোভাবর্ধনের জন্য বিদ্যুতের সংযোগ তার চুরি হওয়ার বিষয়টি নিয়ে তারাও চিন্তায় পড়েছেন। উদ্বোধনের পর সন্ধ্যা থেকে সেতু ও তার আশেপাশের কোনো লাইট জ্বলে না ওঠায় গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে। পরে আমরা জানতে পারি সেতুর সংযোগ অন্তত ৩০০ মিটার তার চুরি হয়েছে। তবে থানা পুলিশকে তা জানানো হয়নি। এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্র : ইউএনবি