লংগদুতে ফল বাগান স্থাপন বিষয়ে কৃষক প্রশিক্ষণ

প্রশিক্ষণে স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে মতবিনিময় করেন।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Langadu

লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে "বসত বাড়িতে ফল বাগান স্থাপন" শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) উত্তর সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আসিফ মাহমুদ। তিনি ফল বাগান স্থাপনের উপযোগী প্রযুক্তি, মাটি প্রস্তুতি, চারা রোপণ, পরিচর্যা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হোসেন ও উপ সহকারী উদ্যান কর্মকর্তা নাসির উদ্দীন। তারা বলেন, "বসতবাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে একদিকে যেমন নিরাপদ ফল উৎপাদন সম্ভব, তেমনি কৃষকের বাড়তি আয়েরও পথ সুগম হবে।"

প্রশিক্ষণে স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে মতবিনিময় করেন। আয়োজনটির মাধ্যমে কৃষকদের মাঝে ফল চাষে আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।