রংপুরে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার ১৮ ঘণ্টার মাথায় হত্যার জন্য গুলি করা হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদিকে। এই দায় সরকারের এবং নির্বাচন কমিশনের। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও হাদির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে এনসিপির মশাল মিছিল ও ছাত্র সমন্বয়কদের বিক্ষোভ
রংপুরে এনসিপির মশাল মিছিল ও ছাত্র সমন্বয়কদের বিক্ষোভ |নয়া দিগন্ত

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্রেসক্লাব থেকে মশাল মিছিল বের করে এনসিপি। মশাল মিছিলটি জাহাজ কোম্পানি মোর, পায়রা চত্বর ঘুরে আবারো প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়।

এতে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র জনতা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক মো: আল মামুন, মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে বের করা হয় বিক্ষোভ। বিক্ষোভটি লালবাগ খামার মোড় হয়ে আবারো লালবাগে গিয়ে শেষ হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিডিয়া চত্বরের প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক আহমেদুল আলবির, জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে রাজপথে নেমে আসবে বাংলার আপামার ছাত্র জনতা।

প্রত্যেকটি বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন।

তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার ১৮ ঘণ্টার মাথায় হত্যার জন্য গুলি করা হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদিকে। এই দায় সরকারের এবং নির্বাচন কমিশনের। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও হাদির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

পরে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।