শিবচরে তিন মাসের শিশুকন্যা হত্যায় মায়ের বিরুদ্ধে অভিযোগ, আটক ১

শিশুটির বাবা স্ত্রী কানুন আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
শিবচর থানা
শিবচর থানা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে তিন মাস বয়সী এক শিশুকন্যার লাশ উদ্ধারের ঘটনায় তার মা কানুন আক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম কর্মস্থলে থাকাকালে তার মেয়ে মারিয়াম নিখোঁজ হয়। বিকেলে বাসায় ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, শিশুটি হারিয়ে গেছে। খোঁজাখুঁজির পরও না পেয়ে রফিকুল ইসলাম শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা গেছে, কানুন আক্তার দুপুরে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন এবং এক ঘণ্টা পর একা ফিরে আসেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে কানুন আক্তার স্বীকার করেন, তিনি শিশুকে শিবচরের উপশহর এলাকায় ময়নাকাটা নদীতে ফেলে দেন। রাত সাড়ে ৮টার দিকে শিশুর মামা নাজমুল শিকদার নদী থেকে লাশ উদ্ধার করেন।

শিবচর সার্কেল এএসপি মো: সালাউদ্দিন কাদের জানান, শিশুটির বাবা স্ত্রী কানুন আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত কানুন আক্তারকে আটক করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।