সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শিশির মনির

প্রতিযোগিতামূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই

‘আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এক তরফা নির্বাচন করতে চাই না।’

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শিশির মনির
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শিশির মনির |নয়া দিগন্ত

‎সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সকল দলের অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এক তরফা নির্বাচন করতে চাই না।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্টস্থ কুটুম বাড়ি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎সুনামগঞ্জ দিরাই শাল্লা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আপনারা হচ্ছেন- জাতির বিবেক আপনাদের নিরেপক্ষ ভূমিকার মাধ্যমে আমাদের ভালমন্দ সমাজে তুলে ধরবেন। আমরা যে যেই দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনারা সাংবাদিক ভাইয়েরা সকল প্রার্থীদের এক টেবিলে বসান প্রশ্ন করুন? সকলের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন। এতে সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যদি সংসদ সদস্য হিসেবে বিজয়ী হই তাহলে আমার নির্বাচনী এলাকা দিরাই শাল্লা এলাকার যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই।’

এছাড়াও তিনি সাগর রুনি হত্যার বিচার ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার জন্য সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। হাওরের ফসল রক্ষা বাঁধে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের না রাখার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সকলের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।