কালীগঞ্জে জামায়াত নেতাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন। এসময় নেতারা ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বই উপহার দেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির হাজী মো: আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান, পৌরসভা আমির মাওলানা আমিমুল এহসান, পৌরসভা সেক্রেটারি মো: আনিসুর রহমান, পৌর নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন আমির-সেক্রেটারি, উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমুখ।
এসময় খায়রুল হাসান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।