ভোলায় আগুন লেগে পুড়লো পাঁচটি দোকানঘর

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
আগুন লেগে পুড়লো দোকানঘর
আগুন লেগে পুড়লো দোকানঘর |নয়া দিগন্ত

ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগে পাঁচটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আরো কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো পলি শো কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্যালারি, নিউ রিফাত ফ্যাশন। এছাড়া ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয়, ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন মুহূর্তেই এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে অংশ নেন।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।