গাজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তারা গাজায় ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Comilla Sadar
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে জামায়াত।
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। |ছবি : নয়া দিগন্ত

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর জামায়াত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন, নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ইউসুফ ইসলাহী, জামায়াত নেতা অধ্যাপক নাছির আহমেদ মোল্লা, কাজী নজীর আহমেদ, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।