আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সাবেক উপমন্ত্রীর ছেলেসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে ওই চার প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ করা চার প্রার্থী হলেন— বিএনপি মনোনীত মোহাম্মদ কামরুজ্জামান রতন, কমিউনিস্ট পার্টি মনোনীত শেখ কামাল হোসেন, খেলাফত মজলিস মনোনীত আব্বাস কাজী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপন।



