জামায়াত ক্ষমতায় আসলে জনকল্যাণমুখী সরকার হবে : ডা ফরিদ

যশোরের চৌগাছায় শনিবার (১৩ সেপ্টম্বর) বিকেলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
জামায়াত ক্ষমতায় আসলে জনকল্যাণমুখী সরকার হবে : ডা ফরিদ
জামায়াত ক্ষমতায় আসলে জনকল্যাণমুখী সরকার হবে : ডা ফরিদ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টম্বর) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়ন জামায়াতের আয়োজনে দশপাকিয়া স্কুল মাঠে এই কর্মী সম্মেলন হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, রহিদুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ডা: মোসলে উদ্দীন ফরিদ বলেন, ‘জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে হলে প্রত্যেকদিন নির্বাচনী কাজে কর্মীদের সময় দিতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি কিন্তু এই দলের নেতা কর্মীরা দেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন। এই দলের নেতারা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।