ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি কর্মকাণ্ডের জড়িত ছিল বলে জানা গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ময়মনসিংহ জেলার আব্দুল হালিম (৫০), জাকির হোসেন (২১), জালাল উদ্দিন (৫০), মো: আলম মিয়া (৪০), মো: আল আমিন (৩০) ও বগুড়ার সোনাতলা থানার বাসিন্দা মো: শফিকুল ইসলাম (২৭)।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনাকারী একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার দাপুনিয়া বাজারের খেজুরতলা মোড়ে অবস্থিত আনান ক্যাবিনেট ফার্নিচার কারখানার সামনে ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহগামী সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।
এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তাদের ব্যাগের ভেতরের সামগ্রী সম্পর্কে জিজ্ঞাসা করায় গাড়ির চালকসহ যাত্রীরা ইতস্তত বোধ করে এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। পরবর্তীতে তল্লাশি করে তিনটি চাপাতি, একটি লোহার ছুরি, একটি হাতুড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১৪ আরো জানায়, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সরঞ্জামসহ তাদের ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



