কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
কুড়িগ্রামের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে পাঁচজন।

রোববার (৩০ নভেম্বর) দুপু‌রে উপজেলার কচাকাটা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)।

আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি।