স্ত্রী-সন্তানহীনভাবে দীর্ঘ আট-নয় বছর ধরে হোটেলে রুম ভাড়া করেই কাটিয়ে দিলেন জীবন। খুলনার পাইকগাছার আবাসিক হোটেল আল-মদিনার বাথরুম থেকে সোমবার (২৮ জুলাই) সকালে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শেখ বদরুজ্জামান ওরফে বদু সাতক্ষীরার আশাশুনির দরগাপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হোটেল কতৃপক্ষ জানায়, তিনি ২০১৫ সাল থেকে হেটেলের ২৮ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।
হোটেলের ম্যানেজার জসিম খান জানান, তিনি হোটেল কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় ৮/৯ বছর ধরে থাকছিলেন। সর্বশেষ শনিবার রাত ১১টার দিকে তার সাথে কথা হয়েছিল। এরপর রোববার সারাদিন তিনি রুম থেকে বের হননি।
পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার কক্ষ থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন দেন একই সাথে থানা পুলিশকে অবহিত করা হয়।
শেখ বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার কোনো স্ত্রী-সন্তান না থাকায় চিকিৎসা সুবিধার জন্য তিনি হোটেল আল-মদিনায় থাকতেন। সোমবার সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশের সহযোগিতায় হোটেল রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে পুলিশ হোটেল রুমের ভেতরের বাথরুম থেকে বদরুজ্জামান (৬৫) এর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।