নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদকে (৪২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে বক্তাবলী কার্যালয় (ইউনিয়ন পরিষধ) থেকে গ্রেফতার করে।
আব্দুর রশিদের গ্রেফতারের সংবাদ পেয়ে তার সমর্থকেরা গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ফতুল্লা থানা কম্পাউন্ডে উপস্থিত হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। সময় বৃদ্ধির সাথে সাথে ফতুল্লা থানায় চেয়্যারম্যান আব্দুর রশিদের সমর্থকেদের ভীড় বাড়তে থাকে। এক পর্যায়ে রশিদ সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠিচার্জ করে রশিদ সমর্থকদের থানা কম্পাউন্ডের ভেতর থেকে বের করে দেয়।
গত বছরের ৫ আগস্ট ফতুল্লা থানা আওয়ামীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী পালিয়ে যায়। পরে তার স্থলাভিষিক্ত হন ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শরীফুল ইসলাম জানান, আবদুর রশিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিন নেননি। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফতুল্লা থানায় দায়ের করা ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। অনুসারী অনেকেই বিষয়টি বুঝতে না পেরে থানায় এসে বিক্ষোভ দেখায়। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেয়া হয়।