ফেনী সদর উপজেলার শর্শদিতে দাবিকৃত টাকা না দেয়ায় প্রবাসীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খুরশিদ আলম নামে এক ভুক্তভোগী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রবাসী খুরশিদ আলম অভিযোগ করেন সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় তার বাড়ীতে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রবাসী খুরশিদ আলম বলেন, ‘আমি ৫ শতক জায়গার ওপর ঘর নির্মাণ করতেছি। এমতাবস্থায় কামাল ওরফে মাটি কামাল সে জায়গা পাবে বলে ১৪৫ ধারা কোর্টে আবেদন করছে। কোর্টে রায় আমার পক্ষে আসে। আদালতের নির্দেশে আমি আমার ঘরের কাজ পুনরায় আরম্ভ করি। তখন কামাল আবার আমার ঘর নির্মাণের কাজে বাধা দিয়ে কামাল বলে যে তুমি কোর্টের রায় পাইলেও আমি তোমাকে ঘরের কাজ করতে দেবো না। পাঁচ লাখ টাকা দিতে হবে। তখন আমি বলি আমি কেন তোমাকে পাঁচ লাখ টাকা দেবো? আমি আদালতের নির্দেশের পর আমি আমার ঘরের কাজ করতেছি। তখন কামাল আমাকে বলে যে তুমি কিভাবে ঘরের কাজ করতে পারো আমি দেখবো। সে আমার মিস্ত্রিকে হুমকি-ধামকি দেয়।’
তিনি আরো বলেন, ‘২৪ নভেম্বর সন্ধা ৭টা ৪০ মিনিটে ১২-১৫ সন্ত্রাসী নিয়ে এসে গুলি বর্ষণ ককটেল নিক্ষেপ করে। এ সময় মসজিদে নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়তে পারে নাই। তাদের তান্ডবে ভয়ে সবাই পালিয়ে যায়। এ সময় তিনজন মহিলা ও একজন পুরুষ আঘাত প্রাপ্ত হয়। এক পর্যায়ে এলাকার সবাই মিলে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমি বিচার চাই। আমি চাই তাদের যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়।’
সংবাদ সম্মেলনে সোহেল, ইকবাল, সাইফুল,ইয়াছিন মো: আলী, সোহাগ, লিটন মো: আলী ও ইমন মো: আলী উপস্থিত ছিলেন।



