হাজীগঞ্জে নেশার টাকার জন্যে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

হাজীগঞ্জে রুমা রানী ঘোষ নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আকাশ সরকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Haziganj
হাজীগঞ্জে নেশার টাকার জন্যে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাজীগঞ্জে নেশার টাকার জন্যে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জে রুমা রানী ঘোষ (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আকাশ সরকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে পরিবারের দাবি নেশার টাকার জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পিছনে কার্তিক সাহার ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রুমা রানী ঘোষ উপজেলার ৭নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা ঘোষবাড়ীর উত্তম ঘোষের ছোট মেয়ে। পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের পর মতলব উত্তর উপজেলার শিবপুর সরকার বাড়ির রতন সরকারের ছেলে আকাশ সরকারের সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের মা অভিযোগ করে বলেন-ঘটনার দিন সকালে জামাই ফোন করে মেয়ে নিয়ে যেতে বলে। আমি বাসায় গিয়ে দেখি, রুমার জামা-কাপড় ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে আছে তার নিথর দেহ। আকাশ নেশার টাকার জন্য আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। দীর্ঘদিন ধরেই সে নেশা করত এবং আমার মেয়েকে নির্যাতন করত। আমি এ হত্যার সঠিক বিচার চাই। বিয়ের পর থেকেই আকাশ সরকার নিয়মিতভাবে রুমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।

অন্যদিকে, স্বামী আকাশ সরকার দাবি করেন- শুক্রবার রাতে আমি পূজা মণ্ডপে ছিলাম। সকালে কিছুটা কথা কাটাকাটি হলেও পরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি, জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে রুমা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।