সিলেটের জকিগঞ্জে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক আহমেদ জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের সেলিম আহমদের বড় ছেলে।
জানা যায়, ঘরের একটি অন্ধকার কক্ষে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাদিক। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় একটা অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।