নেতাকর্মীদের প্রতি শামা ওবায়েদ

মারামারি বন্ধ করে দলের জন্য কাজ করতে হবে

‘এলাকায় কারো ওপর আর হামলা নয়, সবার সাথে ভালো ব্যবহার করে তাদের ভোটগুলো দলের পক্ষে আনতে হবে।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু
কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু |ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পৈতৃক ভিটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় তিনি বলেন, মারামারি হানাহানি কাইজা বন্ধ করে দলের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, এলাকায় কারো ওপর আর হামলা নয়, সবার সাথে ভালো ব্যবহার করে তাদের ভোটগুলো দলের পক্ষে আনতে হবে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তারা মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা তৈয়াবুর রহমান, যুবদল নেতা হেলাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।