সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। এর আগে, বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো: নুরুল হুদার নেতৃত্বে একটি বিশেষ টহলদল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাতুল ব্রিজ এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১২৩৪/৩-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় রিভলভারটি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সিজার মূল্য ৬১ হাজার ২০০ টাকা।