নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

হত্যার শিকার জামান হোসেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Araihazar
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া তিন আসামি
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া তিন আসামি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অটোরিকশাচালক জামান হোসেন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন আড়াইহাজারে বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মরহুম আহমদ আলীর ছেলে মো: বাদশা (৩৫) ও নাগেরচরের মো: আহাদ আলীর ছেলে মো: সাইফুল ইসলাম (৩৭)। হত্যার শিকার জামান হোসেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দু’ চোখ উপড়ানো অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি অটোরিকশাচালক জামানের হিসেবে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।’

কোর্টপুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।’