জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও ২০৫০ সালের মধ্যে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পথগুলোর ধারণা ও তার সামগ্রিক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ প্রথমবারের মতো ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকালে যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিশ্বের আবহাওয়া ও জলবায়ু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেয়ার জন্য এবং সেটির প্রভাবগুলোর সাথে পরিবেশ, সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে কাজ করতে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আহরণ করে নিজেদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলবে।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রধান বক্তা ছিলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডিন ড. হামিদুল হক। এ সময় আরো বক্তৃতা করেন নেদারল্যান্ডস অ্যাম্বাসির সিনিয়র ওয়াটার রিসোর্সেস পলিসি অ্যাডভাইজার ড. শিবলী সাদিক, বেসরকারি সংস্থা উত্তরণের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার গভর্নেন্সের হেড অব প্রোগ্রাম, জাহিদ আমিন শ্বাশত এবং কনফারেন্সের আহ্বায়ক ও সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো: নাভিদ আনজুম।