দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে উপজেলার খিরকিনি গ্রামের আব্দুল সালামের স্ত্রী মোছা: মর্জিনা বেগম (৪৫) ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে কিছু ব্যক্তি সেখানে ছুটে যান। সেখানে থাকা ওই গ্রামের মরহুম কামরুজ্জামানের ছেলে মো: আসমান আলী (৬০) এসে ভাসমান লাশটি নদীর পাড়ে টেনে তোলেন। এরপরে পুলিশ গিয়ে লাশটি নবাবগঞ্জ থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত ও পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’