ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ছয়টি ফ্লাইট।
রোববার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
তিনি বলেন, ‘ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। ফলে সিলেটের ওসমানী বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এছাড়া আমাদের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও চালু ছিল। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে। দুর্যোগের সময় ভূমিকা রাখতে পেরে আমরা খুশি।’
এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, কুয়াশার কারণে ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ছিল। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে।
এছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।



