নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির নলছিটিতে পুলিশি অভিযানে পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি মো: শিহাব চৌধুরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খাদ্য গুদাম সড়কের তার বাসা থেকে গ্রেফতার করে।
উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে গ্রেফতার শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম জানান, ঝালকাঠি সদর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হবে।



