মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ১০, আটক ২৭

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড ও কোস্টগার্ডসহ অন্তত ১০ জনকে আহত করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ১০, আটক ২৭
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ১০, আটক ২৭ |নয়া দিগন্ত

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড ও কোস্টগার্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে ভোলার চর সীমানায় এ ঘটনা ঘটে। তবে এ অভিযান টিমের হাতে ২৭ জেলে আটক করা হয়েছেন।

মৎস্য কর্মকর্তারা জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশককে নিয়ে অভিযান পরিচালনা করে মৎস্যবিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলা অভিযান শেষে মেঘনা নদীর ভোলার চর সীমানায় এলে আতর্কিত হামলা চালায়। ইট ও লাঠির আঘাতে স্পিডবোর্ট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদীহাসান সহ অন্তত ১০ জন আহত হয়েছে। অভিযানের সময় অভিযান টিমে আটক হয়েছে ২৭ জেলে।

এ তথ্য নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ‘এ ঘটনায় হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য কর্মকর্তা আইনগত ব্যবস্থা নেবেন।’

রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।