চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় দৈনিক ‘নয়া দিগন্তে’ সংবাদ প্রকাশিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রণালয় থেকে সুষ্ঠু তদন্ত ও রিপোর্ট যাচাই বাছাই করার জন্য বৃহস্পতিবার (৩ জুলাই) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে জানা গেছে, গত ২৮ জুন ২০২৫ তারিখে ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার শেষ পাতায় কেরুর দুর্নীতি আর অনিয়ম, লোকসানের মুখে কেরু, অতিরিক্ত দামে টেন্ডার ছাড়ায় বোতল ক্রয় করে সরকারকে ঠকানো, ঘুষের মাধ্যমে নিয়োগ বদলি বাণিজ্য, মাদকদ্রব্য আইন লঙ্ঘন, কর্মকর্তা বদলি, প্রশাসনিক কতৃত্বের একচ্ছত্র দখল ইত্যাদি উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যা শিল্পমন্ত্রণালয়ের নজরে এসেছে। ফলে রিপোর্টের সার্বিক তথ্য যাচাই ও প্রকাশিত রিপোর্টটি তদন্ত পুর্বক প্রয়োজনীয় কাগজ উক্ত মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হলো।
শিল্পমন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান জনাব রশিদুল হাসান স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘যেকোনো ঘটনা গণমাধ্যমে আসলে তদন্ত হওয়া প্রয়োজন। আমিও চাই তদন্ত হোক।’