চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন শেষে সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সহায়তা প্রদান অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, ‘মানবতার সেবা করাই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই হচ্ছে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের আসল পরিচয়। আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি রফিক উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ডা: রেজাউল করিম, আমিলাইষ ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সেক্রেটারি মোহাম্মদ হাসান, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দিন, আমিলাইশ শ্রমিক কল্যাণ সভাপতি আবদুর রহমান, এওচিয়া জামায়াতের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, মো: কামারুজ্জামান, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



