খুলনায় ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি নেত্রী, প্রতিবাদ মিছিল করায় শিক্ষার্থীদের হুমকি

স্কুলের প্রতিষ্ঠাতার ছেলে এবং চালনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বিল্লাল মোল্যা প্রধান শিক্ষকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের না জানিয়ে এভাবে সমঝোতা করা উচিত হয়নি।’

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি নেত্রী, মিছিল করায় শিক্ষর্থীদের হুমকি
খুলনায় ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি নেত্রী, মিছিল করায় শিক্ষর্থীদের হুমকি |নয়া দিগন্ত

খুলনার দাকোপে জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রী ক্লাসে ঢুকে স্কুল শিক্ষককে মারপিট করেছেন। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও বিচার দাবি করে শিক্ষার্থীরা। পরে ওই নেত্রী মিছিলকারী শিক্ষার্থীদের হুমকি দেন। এতে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও সচেতন মহল।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে নারী নেত্রীদের বিরুদ্ধে মিছিল করার অপরাধে পৃথক পৃথকভাবে স্কুলের চার শিক্ষার্থীকে মারপিট ও দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

মহিলা দলের নেত্রীর হাতে মারপিটের শিকার দেবব্রত বিশ্বাস দাকোপ সদর চালনায় অবস্থিত উপজেলার সেরা স্কুল মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক।

ভুক্তভোগী দেবব্রত বিশ্বাস শিক্ষক জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল শেখ ক্লাস রুমে গান বাজনা ও অসাদাচারণ করে। যে কারণে আমি তাকে শাসন করি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী আমিনুলের মা শাহিনুর বেগম ও মালা কাজী সোমবার (১১ আগস্ট) সকালে ক্লাস রুমে ঢুকে আমাকে আকস্মিক মারপিট করেন। তারা দু’জনই চালনা পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা তখনই স্কুল ত্যাগ করে। শিক্ষার্থীরা শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার দাবি করে চালনা শহরে বিক্ষোভ মিছিল করে।

এক পর্যায়ে দাকোপ থানা পুলিশ শাহিনুর বেগমকে নিজেদের হেফাজতে নিলে পরিস্থিতি শান্ত হয়। বিকেলে স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক এবং অভিযুক্ত নারী নেত্রী পক্ষের মধ্যে সমঝোতা হলে পুলিশ শাহিনুর বেগমকে ছেড়ে দেয়।

এদিকে সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে পৃথক পৃথকভাবে স্কুলের চার শিক্ষার্থীকে নারী নেত্রীদের বিরুদ্ধে মিছিল করার অপরাধে মারপিট ও দেখে নেয়ার হুমকি দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন সানার নেতৃত্বে দলের একটি অংশ স্কুলে গিয়ে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

এ সময় স্কুলের প্রতিষ্ঠাতার ছেলে এবং চালনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বিল্লাল মোল্যা প্রধান শিক্ষকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের না জানিয়ে এভাবে সমঝোতা করা উচিত হয়নি।’

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক হাশেম আলী শেখ বলেন, ‘প্রশাসনের সহযোগীতায় ঘটনাটি আপাতাত নিরসন হয়েছে। তবে শিক্ষকদের নিরাপত্তার দাবিতে আমাদের মানববন্ধন ও স্বারকলিপি দেয়ার কর্মসূচি আছে। নতুন করে ছাত্রদের হুমকি দেয়ার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য দাকোপের ইউএনও এবং থানার ওসির মোবাইল নম্বরে কল দিলে কেউ রিসিভ করেননি।