জীবননগর সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিএসএফ বদর আলী নামে এক বাংলাদেশীকে আটক করেছে। বিজিবি দ্রুত ফেরতের চেষ্টা করছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে বদর আলী (৩৮) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়া মাঠের শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে।

বদর আলী একই ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বদর আলী সীমান্ত এলাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। রাতে খাওয়ার পর আবারো বাইরে বের হন। বুধবার ভোরের দিকে কয়েকজনের সাথে ফেরার সময় বেনীপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিএসএফের এক সদস্য বদর আলীকে লাঠি দিয়ে আঘাত করেন। পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে পেছন থেকে আরো কয়েকজন বিএসএফ সদস্য এসে তাকে মারধর করে ও টেনে-হিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যান।

বদরের স্ত্রী জোসনা খাতুন সাংবাদিকদের বলেন, ‘সকালে একজন আমাকে খবর দেয় যে আমার স্বামীকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এখনো জানি না তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন। খুব আতঙ্কে আছি।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে জানা যায় যে বিএসএফ বদর আলীকে আটক করেছে। তবে মারা গিয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি। তারা নিশ্চিত করেছে যে বদর আলী তাদের হেফাজতে আছে। আমরা তাকে দ্রুত ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তবে এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি।’