সোনাগাজীতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা জামায়াতের

গত ৪ এপ্রিল দুই প্রবাসী কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একসাথে ঘটনাস্থলেই মারা যান।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা জামায়াতের
সোনাগাজীতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা জামায়াতের |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী চর চান্দিয়া ও চর দরবেশের ইউনিয়নে পৃথক দু’টি আয়োজনের মাধ্যমে এক অসহায় পরিবারসহ প্রবাসে নিহত দুই পরিবারকে নগদ অর্থসহ গৃহ নির্মাণের জন্য ঢেউটিন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখা।

শুক্রবার (৬ জুন) সকালে চরছান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন জেলা ও উপজেলা জামায়াত ইসলামী নেতারা।

উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, চর চান্দিয়া ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক, চর চান্দিয়া ইউনিয়ন আমির মো: মজিবুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান মামুন, ওয়ার্ড সভাপতি আজহার উদ্দিন জাপর, আব্দুর রহমান, আব্দুর রহমান লোকমান, তিন নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার মোহাম্মদ কাইউম, মাওলানা সিরাজুল ইসলাম।

এ সময় জামায়াত আমির সমবেদনার পাশাপাশি আবদুল মোতালেব ও আশ্রাফুল ইসলামের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা ঈদ উপহার এবং আবু সুফিয়ানের হাতে চার বান টিন ও পাঁচ হাজার টাকা তুলে দেন।

উল্লেখ্য, ওই দুই প্রবাসী কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একসাথে গত ৪ এপ্রিল ঘটনাস্থলেই মারা যান।