সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মিঠু বিশ্বাস গ্রেফতার

সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রোববার (১৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মিঠু বিশ্বাস গ্রেফতার
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মিঠু বিশ্বাস গ্রেফতার |নয়া দিগন্ত

সাভারে বাসায় ফেরার পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবাল।

এর আগে মিঠু বিশ্বাসকে ভোরে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিঠু বিশ্বাস সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালিও এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবাল নয়াদিগন্তকে আরো জানান- ধর্ষণ মামলার আসামি বাকী দুই জনকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে একা ওই ছাত্রী বাসায় আসার পথে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও ওরফে তিলক (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫) সন্ধ্যা ৭টার দিকে কমলাপুরের গোয়ালপাড়ার একটি টিনসেড আধাপাকা বির্ল্ডি-এ গণধর্ষণ করেন। পরে এ ঘটনায় ভিকটিম নিজে থানায় মামলা করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের ছাত্রী।