বিএনপি নেতা সৃষ্টি করে আর আ’লীগ গডফাদার তৈরি করে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দল ও সমর্থকরা আগামীর পথ চলতে হবে।
তিনি বলেন, ‘বিএনপি নেতা সৃষ্টি করে, আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। এ কারণে এখানে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা আছেন, কিন্তু আওয়ামী লীগের মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার।’
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সজল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি নেতার পক্ষে নয়, ধানের শীষের পক্ষে দলের সকল নেতাকর্মীকে একত্রিত হতে হবে। বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। নেতাদের কারণে দলের মধ্যে বিভক্তি সহ্য করা হবে না। যারা বিভাজনের সাথে জড়িত, তাদের চিরদিনের জন্য বয়কট করতে হবে।’
সজল হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরে বলেন, ‘গৌরনদী ও আগৈলঝাড়ায় কোনো বিভক্তি নেই। একসময় বরিশাল-১ আসনের চিহ্নিত গডফাদার গর্ব করে বলতেন, সারাবাংলা মামার আর বরিশালটা আমার। সেই ধরনের গডফাদারের এই নতুন বাংলাদেশে আর কোনো স্থান নেই।’
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।