শ্রীপুরে ঝুট গুদামে আগুন

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
শ্রীপুরে আগুন।
শ্রীপুরে আগুন। |নয়া দিগন্ত

গাজীপুরে শ্রীপুরের একটি ঝুট গুদামে আগুন লেগে পুড়ে গেছে প্রায় কোটি টাকার ঝুট-মালামাল। এ সময় গুদামের পাশের একটি কক্ষে রাখা তিনটি গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আগুনে গুদামে থাকা ঝুট মালামাল পুড়ে যায়। এ সময় গুদামের পাশের একটি কক্ষে রাখা তিনটি গরুর আগুনে পুড়ে মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।