নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে শেখ ফরিদ (১২) ও গোলাম রাব্বানি (১২) নামে দুই মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফরিদ নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও গোলাম রাব্বানি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে। তারা দু’জনই নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানায়, মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) আল-আমিন হোসেনের সাথে দুপুরে ১০-১২ জন ছাত্র নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ফরিদ ও রাব্বানি পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বেলা পৌনে ৪টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।