খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর চাটমোহর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে ও উপজেলা কৃষি কর্মকর্তা কুস্তলা ঘোষের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে এম মহিউদ্দিন, সানোয়ার হোসেন, সুদাম কুমার দত্ত প্রমুখ।



