‘পাহাড়ি জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে’

চিকিৎসা নিতে আসা শত শত নারী-পুরুষকে ইউপিডিএফ পথে পথে বাধার সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। তারা জানান, চিকিৎসার মতো একটি অতিপ্রয়োজনীয় অনুষ্ঠানে বাধা দেয়া অন্যায়। এতে অনেক অসুস্থ মানুষ ফ্রি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Kaukhali
রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী বিতরণ
রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ‘পাহাড়ের সাধারণ মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তাদেরকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাধারণ মানুষকে জিম্মি করে রাষ্ট্রের প্রতিটা সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করে রেখেছে।’

তিনি বলেন, ‘শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ সব উন্নয়ন কাজে লাগামহীন চাঁদাবাজির মাধ্যমে ইউপিডিএফ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পদে পদে বাধা সৃষ্টি করে পাহাড়ের জনগোষ্ঠীকে কোণঠাসা করে রেখেছে। আর নয়, এবার এসব সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। সন্ত্রাসের আখড়া স্বমূলে উৎপাটন করা হবে।’

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র, ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদরের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হ্যাডম্যান-কার্বারী প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দু’টি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করেন। পরে তিনি রিজিয়ন আয়োজিত ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শ করেন।

সকাল ১০টা থেকে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ শুরু হয়। চুক্তিবিরোধী ইউপিডিএফ’র বাধা উপেক্ষা করে অনেক নারী-পুরুষ ও শিশু সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আসেন এবং ওষুধ গ্রহণ করেন।

কিন্তু চিকিৎসা নিতে আসা শত শত নারী-পুরুষকে ইউপিডিএফ পথে পথে বাধার সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী।

তারা জানান, চিকিৎসার মতো একটি অতিপ্রয়োজনীয় অনুষ্ঠানে বাধা দেয়া অন্যায়। এতে অনেক অসুস্থ মানুষ ফ্রি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে।