গাজীপুর মহানগরের টঙ্গী প্রেস ক্লাবের নামে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় ভুয়া অ্যাকাউন্ট খুলে গাজীপুর সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদান আত্মসাতের মামলায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী হায়দারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে অনুপস্থিত থাকলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪-এর বিচারক যুবায়ের রশীদ এ পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন- টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী হায়দার ওরফে এম এ হায়দার সরকার, সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ হাসান মামুন, কথিত সহ-সাধারণ সম্পাদক রেজাউল কবীর রাজীব ও তাদের সহযোগী কামাল হোসেন।
জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা মামলার তদন্ত শেষে গাজীপুর সিআইডি অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দেয়।
তদন্তে জানা যায়, আলী হায়দার প্রেস ক্লাবের সাবেক সভাপতি হয়েও ২০২৩ সালের জানুয়ারিতে পরিচয় গোপন রেখে সহযোগী আসামিদের সাথে যোগসাজশে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় প্রেস ক্লাবের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেন। পরবর্তী সময়ে তারা একযোগে প্রেস ক্লাব উন্নয়নের জন্য বরাদ্দ গাজীপুর সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদানের চেক গোপনে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে তাৎক্ষণিকভাবে টাকা তুলে আত্মসাৎ করেন।
টঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল হক বলেন, ‘আসামিরা ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে অবৈধভাবে প্রেস ক্লাব দখল করে রেখেছিল। ফ্যাসিবাদ সরকারের পতন না হলে এরা আজও বহাল তবিয়তে দখলদারিত্ব বজায় রাখতো। বৈধ কমিটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ সম্ভব না হওয়ায় তারা গোপনে ভুয়া অ্যাকাউন্ট খুলে সরকারি অনুদান আত্মসাৎ করে।’
এর আগে একই আসামিদের বিরুদ্ধে টঙ্গী প্রেস ক্লাবের ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলাও বিচারাধীন রয়েছে। এছাড়া তৃতীয় বিভাগে এসএসসি পাস হয়েও স্নাতক পাস দাবি করে প্রেস ক্লাব নির্বাচনের মনোনয়ন ফরমে মিথ্যা হলফনামা দেয়ায় আলী হায়দারের বিরুদ্ধে আরো একটি পৃথক মামলা বর্তমানে আদালতে চলমান।



