খায়রুল কবির খোকন

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন

‘আওয়ামী লীগ গত ১৫ বছর জনগণের অধিকার কিভাবে কেড়ে নিয়েছিল তা আপনারা জানেন। আর বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে গত সময় কিভাবে জুলুম-নির্যাতন মোকাবেলা করেছে, তারপরেও জনগণকে ছেড়ে যায়নি।‘

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন : খায়রুল কবির খোকন
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন : খায়রুল কবির খোকন |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এক দলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার আগে শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিলেন। একইসাথে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে।’

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে আপোষহীন দেশনেত্রীর খেতাব পাওয়ার সাথে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি ও জালিম সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন।’

প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমান জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণকে স্বনির্ভর করার জন্য কাজ করেছিলেন। আমাদের নেতা তারেক রহমানও জনগণের ক্ষমতায়ন ও কল্যাণের জন্য আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার একটি রূপরেখা জাতির সামনে দিয়েছেন। তিনি ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেভাবেই রাষ্ট্র পরিচালনা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর জনগণের অধিকার কিভাবে কেড়ে নিয়েছিল তা আপনারা জানেন। আর বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে গত সময় কিভাবে জুলুম-নির্যাতন মোকাবেলা করেছে, তারপরেও জনগণকে ছেড়ে যায়নি।‘

মহানগর যুবদল সদস্য মো: এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুদ্দিন শেখ, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।