দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দু’টি ট্রেন দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) এবং পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াউর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আঞ্জুমান আরা রেলস্টেশনের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর বেলা ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াউর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) এস আই রায়হান আলী বলেন, ‘তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।