গাজীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

হারুন অর রশিদ সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে। জাকির হোসেন একই গ্রামের মো: বারেকের ছেলে। তারা দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Sripur
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক হারুন অর রশিদ (৪০) ও আরোহী জাকির হোসেন (৪৫)। হারুন অর রশিদ সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে। জাকির হোসেন একই গ্রামের মো: বারেকের ছেলে। তারা দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হারুন অর রশিদ ও জাকির হোসেন সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাচ্ছিলেন। পথে একপর্যায়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে তাদের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেলচালক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ সময় উন্নত চিকিৎসার জন্য জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নেয়ার পথে জাকির হোসেন মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ‘পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হারুন অর রশিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’