মৌসুমী বায়ু ও সাগরে নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতেপাতে নোয়াখালী জেলা শহর পানিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নোয়াখালী আবহাওয়া বিভাগ।
গত তিন দিনের টানা বৃষ্টিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এখন হাঁটু পানি। পাশাপাশি অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে।
এ ছাড়া টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, নোয়াখালী কলেজ সড়ক, জেলখানা সড়ক, মাইজদী বাজার সড়ক, বিভিন্ন বাড়িঘর, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। অব্যাহত বৃষ্টির ফলে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌর সভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে।
জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়াসহ নয়টি উপজেলার নিচু এলাকার অনেক রাস্তাঘাট পানির নিচে। এতে অনেক মাছের প্রজেক্ট ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, এ বৃষ্টিপাত আরো কয়েকদিন চলতে পারে।
তিনি বলেন, নিম্নচাপ, পাশাপাশি মৌসুমী বায়ুর কারণে টানা বৃষ্টি হচ্ছে এবং ৩ নম্বর সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গত ৩ দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।