বাউবি’র রেজিস্ট্রার পদে অধ্যাপক মো: আনিছুর রহমানের দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪ আগস্ট ২০২৫ তারিখে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক মো: আনিছুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেয়া হয়, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
অধ্যাপক মো: আনিছুর রহমান বাউবি’র রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণ
অধ্যাপক মো: আনিছুর রহমান বাউবি’র রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণ |নয়া দিগন্ত

অধ্যাপক মো: আনিছুর রহমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে অধ্যাপক মো: আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেন। সাবেক রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম অবসরজনিত কারণে এ দায়িত্ব হস্তান্তর করেন।

অধ্যাপক মো: আনিছুর রহমান এর আগে বাউবি’র দর্শন বিভাগে স্বনামধন্য, শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘অধ্যাপক মো: আনিছুর রহমান একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ শিক্ষক-প্রশাসক। তার নেতৃত্বগুণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বাউবির শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।’

এছাড়াও তিনি অবসরজনিত বিদায়ী সাবেক রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমকে বাউবিতে তার দীর্ঘ কর্মজীবন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং পারিবারিক সুখ, শান্তি ও কল্যাণময় সুস্থ জীবন কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪ আগস্ট ২০২৫ তারিখে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক মো: আনিছুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেয়া হয়, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

অধ্যাপক মো: আনিছুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ে বিশেষভাবে সমাদৃত। তার নেতৃত্বগুণ, প্রশাসনিক দক্ষতা ও একাগ্রতা বাউবির অগ্রযাত্রা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই নিয়োগে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই নতুন রেজিস্ট্রারের সফল মেয়াদ কামনা করেছেন। পাশাপাশি, এ গুরুত্বপূর্ণ পদে অধ্যাপক মো: আনিছুর রহমানকে দায়িত্ব প্রদানের জন্য বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।