পটুয়াখালীর গলাচিপায় ভুয়া পল্লী চিকিৎসক দিপংকর শীলকে (৪৫) গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
উমেশ শীলের ছেলে দিপংকরের বাড়ি ওই ইউনিয়নের কাটাখালী গ্রামে।
সূত্র জানায়, তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাইফ।
উল্লেখ্য, এর পূর্বেও তাকে এ অপরাধে জেল খাটতে হয়েছে।
গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাইফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



