ধুনটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Location :

Bogura
অটোরিকশা চালক নিহত।
অটোরিকশা চালক নিহত। |নয়া দিগন্ত

ধুনট (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় শাহীন ইসলাম নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ধুনট-কাজীপুর সড়কের বেলকুচি এলাকায় ধুনট ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শাহীন ইসলাম ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মরহুম দিলবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৮টার দিকে ধুনট-কাজীপুর সড়কের বেলকুচি এলাকায় ধুনট ফিলিং স্টেশনের সামনে কাজীপুর থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহিন ইসলাম নিহত হন। এ সময় স্থানীয় জনগণ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, নিহত অটোরিকশা চালকের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।