আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও রাকাব উদ্দিনসহ তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আনিসুল হক বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে চাই। সকলকে সাথে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগাামীর পথচলা নিশ্চিত করাই আমার লক্ষ্য।’
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড এবং দেড় কোটি কৃষককে কৃষক কার্ড দেয়া হবে।’



